ডিমলায় আল আমিনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় সহযোগী রাব্বি গ্রেফতার

2025-12-08 16:33:53

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

ডিমলায় আল আমিনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় সহযোগী রাব্বি ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) দুপুর দুইটায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ টানা তিনঘন্টা বিজয় চত্বর ও স্মৃতি অম্লান চত্বরে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী গ্রহন করে। এসময় সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল নিয়াজ মেহেদী ও  উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বাস দিয়ে বলেন অপরাধীকে দ্রুত গ্রেফতার করা হবে। ডিমলা থানা পুলিশের বিশেষ অভিযানে নাসিম হোসেনের সহযোগী রাব্বিকে গ্রেফতারের পর শিক্ষার্থীরা তাদের কর্মসূচী প্রত্যাহার করেন। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন "জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজে" এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ঐ স্কুলের দশম শ্রেণীর ছাত্র আল আমিনকে একই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র নাসিম হোসেন কর্তৃক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। স্থানীয় শিক্ষার্থীরা হামলাকারীকে বিদ্যালয়ের অফিস রুমে আটক রাখলে রাব্বি ও সেলিম ইসলাম নামের দুই ব্যক্তি হামলাকারীকে বের করে নিয়ে যায়। শিক্ষার্থীরা দ্রুত আহত আল আমিন ইসলামকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) রেফার করেন। ঐ ঘটনায় আল আমিন ইসলামের ফুসফুস ছিদ্র হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি অজ্ঞান অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছেন।