গঙ্গাচড়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

2025-12-09 20:11:41

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও বেতগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  কামরুজ্জামান প্রামানিক লিপ্টন এর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার রাতে উপজেলার বেতগাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত দোয়া মাহফিলের আলোচনা সভায় গঙ্গাচড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন লিজু,

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বুলবুল আহম্মেদ,আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান লিটন,

বেতগাড়ী ইউনিয়ন  তাঁতি দলের  আহ্বায়ক শাহিন মিয়া,সদস্য সচিব নাহিদ হাসান, মৎস্যজীবী দলের সভাপতি হানিফুল ইসলাম,সাধারন সম্পাদক, আফতাবুজ্জামান রিপন, ছাত্রদলের সভাপতি মোঃ রিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় কামরুজ্জামান প্রামানিক লিপ্টন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের আশা, আকাঙ্ক্ষা ও অনুপ্রেরণার বাতিঘর। মা, মাটি ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মুক্তিকামী গণমানুষের জীবন্ত প্রতিচ্ছবি, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য এক অপরিহার্য নাম। গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপোষহীন সংগ্রাম এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিবেদিত কণ্ঠস্বর এখনো জাতির জন্য বড্ড বেশি প্রয়োজন। আপনারা জানেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে সিসিইউ'তে নিবিড় পর্যবেক্ষণে আছেন। আমাদের মাতৃতুল্য নেত্রীর জীবন সংকটাপন্ন। এমতাবস্থায়, আমরা  তাঁর সুস্থতার জন্য দোয়া করবো। আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে দিন।

সভা সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও যুবনেতা কারিমুল ইসলাম প্রামাণিক লিখন।

দোয়া পরিচালনা করেন বেতগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোঃ শোয়াইবুর রহমান ও বালাপাড়া ভাংগা জামে মসজিদের খতিব মোঃ আনিছুর রহমান।