বিরলে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

2025-12-09 23:25:37

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন, সিডিএ, পল্লীশ্রী, সোসাইটি ফর উদ্যোগ, রংধনু মহিলা উন্নয়ন সংস্থা এর সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন এর সভাপতিত্বে বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস এরসঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার, সমাজেসেবা অফিসার রাজুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোছাঃ সমিউন বাসিরা, সিডিএর আঞ্চলিক ম্যানেজার মোঃ কামরুজ্জামানপ্রমূখ। আলোচনা শেষে সফল জননী নারী আরফাতুন খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী জনতা বালা ও শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী রোকেয়া খাতুনকে অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।