পীরগঞ্জে সপ্তাহ ব্যাপী গাভীপালন প্রশিক্ষনের উদ্বোধন

2025-12-10 17:56:52

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:

“দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” যুব উন্নয়ন অধিদফতরের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষনের আওতায় বেকার যুবক-যুবতীদের সপ্তাহ ব্যাপী গাভী পালন বিষয়ে দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

সম্রাট কল্যাণ ক্লাব আয়োজনে বুধবার সকালে জাফরপাড়ায় ওই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম এ প্রশিক্ষনের উদ্বোধন করেন।

সম্রাট যুব উন্নয়ন ক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান মুকুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, সাংবাদিক সরওয়ার জাহান, সাংবাদিক আকতারুজ্জামান রানা, পীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জয়নুল হক, প্রশিক্ষক আল- মামুন মন্ডল প্রমুখ। উল্লেখ্য,উক্ত প্রশিক্ষনে ৩০ জন বেকার যুবক ও যুবতী অংশ গ্রহন করেছে।