জমি সংক্রান্ত বিরোধের জেরে হয়রানির শিকার এক পরিবারের মানবেতর জীবনযাপন

2025-12-10 19:03:08

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে থানায় মিথ্যা অভিযোগ দেওয়াসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। এতে হয়রানির শিকার ওই পরিবারটি বর্তমানে মানবেতর জীবন-যাপন করছে।

হয়রানির শিকার উপজেলার বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর গ্রামের আবু বক্করের ছেলে সেরাজুল ইসলাম (৩৯) বলেন,

তার প্রতিবেশী মৃত তছির উদ্দিনের ছেলে খবির উদ্দিন এর সাথে দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ  চলে আসছে।

তিনি বলেন, খবির উদ্দিন প্রায় ১৬ বিঘা জমি বহু বছর ধরে তাদের পরিবারের অগোচরে ভোগ দখল করে আসছেন।  ২০২২ সালের দিকে বিষয়টি নজরে আসে সেরাজুল ইসলামের। এরপর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবগত করে সালিশি বৈঠক ডাকেন। ওই বৈঠকে কাগজপত্র পর্যালোচনা করে জমির প্রকৃত মালিক সেরাজুল ইসলাম হলেও ওই জমি ছেড়ে দিতে খবির উদ্দিন অপারগতা প্রকাশ করেন।ফলে সেরাজুল ইসলাম জমি ফিরে পাওয়ার জন্য আদালতে মামলা দায়ের করেন। এ বিরোধের জেরে খবির উদ্দিন গত ৪ ডিসেম্বর

সেরাজুলসহ আরও কয়েক জনের নামে গঙ্গাচড়া মডেল থানায় নয় লাখ টাকা ছিনতাইয়ের মিথ্যা একটি অভিযোগ দায়ের করেন বলে তিনি জানান ।

স্থানীয় লেবু মিয়া, মতিয়ার রহমান,আব্দুল মোন্নাফ মিয়া বলেন, ছিনতাইয়ের অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। মূলত জমি নিয়ে বিরেধের জেরে সেরাজুলকে হয়রানি করতে এ অভিযোগ দায়ের করা হয়েছে।

গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। থানায় মিথ্যা অভিযোগ দিয়ে কাউকে হয়রানি করার কোন সুযোগ নাই।