গঙ্গাচড়ায় জামায়াত প্রার্থীর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প

2025-12-10 19:11:44

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামী মনোনীত রংপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. রায়হান সিরাজীর সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার বড়বিল দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রায়হান সিরাজী বলেন, ‘আমরা (জামায়াত) রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে প্রধান লক্ষ্য। নাগরিকেরা ঘরে বসেই তাদের মৌলিক অধিকার স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষাসহ প্রয়োজনীয় সেবা পাবে।’ তিনি দাবি করেন, ‘একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছি। যেখানে উন্নয়নের সুবিধা কেবল কেন্দ্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং সাধারণ মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনবে।’

রায়হান সিরাজী আরও বলেন, ‘ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের নতুন উদ্যোগ নয়। গত ১৬ বছরেও আমরা বহু জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছি। কিন্তু নানা প্রতিবন্ধকতায় সেগুলো প্রচারমাধ্যমে তুলে আনতে পারিনি। আমরা জনগণকে সঙ্গে নিয়ে একটি মানবিক রাষ্ট্র গড়তে চাই।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমির তাজউদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, সাবেক উপজেলা নায়েবে আমির আব্দুর রশিদ মাস্টার, শ্রমিক নেতা শোয়াইবুর রহমান, জামায়াত নেতা সোহাগ রহমান, সামিউল ইসলাম ও ফসিউল আলম দুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ। ‌

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রায়হান সিরাজী বলেন, মানুষের কল্যাণে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে। তিনি বলেন, ‘দেখানোর জন্য আমরা কিছু করি না।’