গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

2025-12-15 17:48:01

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে পড়ে জোবায়ের হাসান নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ পৌর এলাকার চাষকপাড়া গ্রামে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের চাষকপাড়া গ্রামের আবুল কালাম আজাদের শিশু পুত্র জোবায়ের আজ রোববার সকালে বাড়ির সকলের অজান্তে বাড়ির পূর্ব পার্শ্বের পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় থেকে শিশু জোবায়ের বাড়িতে না থাকায় পরিবারের লোকজন তাকে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে বাড়ির পার্শ্বে একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় জোবায়েরের মরদেহ দেখতে পেয়ে লোকজন হৈ-চৈ করে। পরে পরিবারের লোকজন সেখান থেকে জোবায়েরের মরদেহটি উদ্ধার করে। গোবিন্দগঞ্জ পৌর সভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু হেনা মোঃ আসাদুজ্জামান রানু জোবায়েরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, পানিতে পড়ে শিশু জোবায়েরের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।