পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থকের

আমাদের প্রতিদিন
2024-10-31 17:37:58

 

ঢাকা অফিস:

ময়মনসিংহের গফরগাঁওয়ে আর্জেন্টিনার পতাকা টাঙানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম হাসান (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্য্যায় পৌর এলাকার চাঁন মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

শামীম পৌর শহরের ষোলহাসিয়া এলাকার হামিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় একই এলাকার সাজ্জাদ (১৯)  নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

গফরগাঁও পৌরসভার কাউন্সিলর আমান উল্লাহ আমান বিষয়টি নিশ্চিত করে জানান, আর্জেন্টিনা দলের সমর্থক শামীম ও সাজ্জাদ স্থানীয় চাঁন মসজিদের পাশে বিদ্যুতের খুঁটিতে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শামীমের মৃত্যু হয়। গুরুতর আহত সাজ্জাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।