বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় ব্যাটারী চালিত রিক্সাভ্যানে থাকা আনারুল ইসলাম (৬০) এবং মোঃ আবু সাঈদ (০৬) এক শিশুসহ দুইজন যাত্রী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে সুলতানা বেগম (৬০) এবং মোঃ আব্দুস সালাম (৫৫) নামে অপর দুই যাত্রী।
নিহত আনারুল ইসলাম বীরগঞ্জ উপজেলার ভোগনগর গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে এবং মোঃ আবু সাঈদ শতগ্রাম ইউনিয়নের নোহাইল গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে। আহত সুলতানা পারভীন ভোগনগর ইউনিয়নের ভোগনগর গ্রামের মোঃ মতিয়ার হোসেনের স্ত্রী এবং মোঃ আব্দুস সালাম একই গ্রামে মোঃ আলিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় ব্যাটারী চালিত রিক্সাভ্যানে ভোগনগর গ্রাম থেকে কবিরাজহাট বাজারে আসছিলো বেশ কয়েকজন যাত্রী। সন্ধ্যা ৭টায় রিক্সাভ্যানটি কবিরাজহাট বাজারের কাছে আসলে বিপরীতগামী একটি ট্রাক্টরের সামনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সাভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিক্সাভ্যানে থাকা মোঃ আনারুল ইসলাম নিহত হন। এ সময় গুরুতর আহত হন রিক্সাভ্যানের যাত্রী সুলতানা বেগম, শিশু মোঃ আবু সাঈদ এবং মোঃ আব্দুস সালাম উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা জানান, অবস্থার অবনতি হলে সুলতানা বেগম এবং মোঃ আবু সাঈদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় পথেই শিশু মোঃ আবু সাঈদ মারা যায়। অপর আহত মোঃ আব্দুস সালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন। বীরগঞ্জ থানার ওসি মোঃ সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।