তারাগঞ্জে মহান বিজয় দিবস পালিত

2025-12-17 02:37:11

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ৬টা ৪২ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। সকাল ৯টায় স্থানীয় সরকারী ডিগ্রী কলেজ মাঠে পুলিশ, আনসার বাহিনী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কুচকাওয়াজ শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোনাববর হোসেন দুপুর ১২ টার দিকে সরকারি মডেল প্রাথমিক মাঠে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।