গঙ্গাচড়ায় জেলা ডিবি'র অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

2025-12-19 04:24:41

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় জেলা ডিবি'র অভিযানে গাঁজাসহ সাইবানী বেগম  (৫৯) নামে এক মাদক কারবারি আটক হয়েছে। আটক সাইবানী বেগম গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আমলাগাছী জলাগাড়ী দুর্গাপুর গ্রামের মৃত মমজেলের স্ত্রী। বুধবার দুইটার দিকে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব ইচলী এলাকা থেকে তাকে আটক করা হয়। রংপুর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সাইবানী বেগম গাঁজা নিয়ে লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা থেকে রংপুর শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদে রংপুর জেলা ডিবির অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি টিম তাকে আটক করে।

এসময় তার নিকট থেকে ১ কেজি ৭৫০ গ্রাম  নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে পুলিশ। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, সাইবানী বেগমকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় বৃহস্পতিবার  আদালতে সোপর্দ করা হয়েছে।