পীরগঞ্জে প্রাক বড়দিন উদযাপন

2025-12-21 00:55:36

পীরগঞ্জ প্রতিনিধি:

খ্রীষ্টান ধর্মালম্বীদের প্রভু  যীশু খ্রীষ্টের জন্মতিথি উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রাক্ বড়দিন উৎসব উদযাপন করা হয়েছে।

শনিবার দুপুরে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা হয়।

র‌্যালিটি পৌরশহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের হলরুমে খ্রীষ্টিয় কীর্তন গান, কেক কাটা, আলোচনা সভা ও সংস্কৃতি অনুষ্টান পরিবেশিত হয় ।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেভা. বিষ্ণুপদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়া ইসলাম জিয়া, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যফ্রন্টের কেন্দ্র কমিটির সহ-সভাপতি রনজিৎ কুমার রায়, নিউ কমিটি চার্চের পরিচালক রেভা. অনন্ত চাকমা, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এড্যাভোকেট আবু সায়েব, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা জামাতের আমির বাবুল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, খ্রীষ্টান এসোসিয়েশন পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রেভা. মনোজিৎ রায় প্রমুখ।