সুন্দরগঞ্জে আল ফজর এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা

2025-12-21 00:08:18

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আল ফজর এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুন্দরগঞ্জ কে এস আখলাকুল আদব মডেল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ছয়টি মাদ্রাসার ৩৫১ জন শিক্ষার্থী এতে অংশ গ্রহন করেন। এর মধ্যে ছেলে ২৫০ জন এবং মেয়ে ১০১ জন। পরীক্ষায় কেন্দ্রের চেয়ারম্যান কাজী এম সাখাওয়াত হোসেন, কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মাওলানা হাফেজ মিজানুর রহমান, এবং সহকারি কেন্দ্র সচিবের  দাায়িত্বে রয়েছেন মো. আব্দুল কাদের।

জানা গেছে, উপজেলার কে এস আখলাকুল আদব মডেল মাদ্রাসা, আল-ফারিক মাদ্রাসা, সিদরাতুল মোনতাহা মাদ্রাসা, মিম সিন আজিম উদ্দিন মাদ্রাসা, হাসানুর রহমান হির্জব মাদ্রাসা, বড়বাড়ী হির্জব মাদ্রাসার শিক্ষার্থী এই এসোসিয়েশনের আওতায় পরীক্ষা দিচ্ছে। অত্যন্ত মনোরম এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।