বিরলে ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত

2025-12-21 00:35:24

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুরের বিরলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর দুইটায় বিরল সরকারি পাইলট  মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুর রশীদ জানাযায় ইমামতি করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আজমীর হুসাইন, ৫ নং বিরল ইউনিয়ন বিএনপি'র সভাপতি আক্তারুজ্জামান বাদল, ৪ নং শহরগ্রাম ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমুল ইসলাম, গণঅধিকার পরিষদের বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বারিসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ জানাজায় অংশ গ্রহণ করেন।

জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন শহীদ শরীফ ওসমান হাদীর সাহসিকতা ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার চিন্তা-চেতনা ধারণ করেই আমরা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার সংগ্রাম চালিয়ে যাব। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র কোনো আপোষ করা হবে না।

জানায্ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী সহ জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।