বদরগঞ্জে খাস মারা ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

2025-12-21 00:35:23

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নে গ্রামে খাস মারা ওষুধ খেয়ে শামসুন্নাহার (৪০) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত শামসুন্নাহার মধুপুর ইউনিয়নের পূর্ব মোড়লপাড়া গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। তাদের একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার ১৬ ডিসেম্বর দুপুরে প্রতিবন্ধী ছেলেকে ভয় দেখানোর জন্য বাড়িতে থাকা ঘাস মারা ওষুধ খান ওই গৃহবধূর। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে রংপুর হাসপাতালে নিয়ে যায়। দুইদিন হাসপাতালে চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসেন। গতকাল দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার এস আই বিদ্যুৎ কুমার মজুমদার জানান, প্রতিবন্ধী ছেলেকে ভয় দেখানোর জন্য মা ঘাস মারা বিষ খেয়েছিল। এ কারণে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।ঘটনাটি নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জাহিদ সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।