রুকুনুজ্জামান, পাবর্তীপুর:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় পার্বতীপুর শহরের ঢাকা মোড় কোস চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে আয়োজেন শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্টিত হয়। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কোস চত্বরে গায়েবানা জানাজা শেষে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে ঢাকা মোড় এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা শিবিরের দপ্তর সম্পাদক সরোয়ার হোসেন, দক্ষিণ জেলা শিবিরের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পার্বতীপুর জামায়াতের পৌর আমির খন্দকার আশরাফুল আলম, জামায়াতের পৌর সেক্রেটারী অধ্যক্ষ শাহিন আক্তার, পার্বতীপুর শিবিরের সভাপতি আসাদুল্লাহ আল গালিব, পার্বতীপুর যুব বিভাগের সভাপতি গোলা মুক্তাদুর মুন্না ও বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক মাজেদুর ইসলাম জিবন চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলন না হলে আজ আমরা হয়ত এভাবে দাড়িয়ে নামাজ পড়তে পারতাম না। তাই এই বাংলার মাঠিতে শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে। আমরা শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি।