পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে শিশুশ্রম ও বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করে যাচ্ছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।এ কার্যক্রমের অংশ হিসেবে রোববার পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে পীরগঞ্জে কর্মরত সংবাদকর্মিদের সাথে পীরগঞ্জে শিশুশ্রম ও বাল্য বিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শুভেচ্ছা ও প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলার ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সুজিত কস্তা । এতে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আব্রাহাম হাঁসদা, রংপুর এপিসিও এর সিনিয়র ম্যানেজার উত্তম দাস, পীরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বখতিয়ার রহমান, অমিতাব বর্মন, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক আনজারুল হক, দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম মিলন, প্রেসক্লাবের সদস্য আখতারুজ্জামান রানা, হাসান আলী, আব্দুল হাকিম প্রমুখ । ওয়াল্ড ভিশন পীরগঞ্জ এর সিএস লিটন মার্ক লাকড়া এর সঞ্চালনায় এ সভায় বক্তারা পীরগঞ্জের বাল্য বিবাহ ও শিশু শ্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ সব প্রতিরোধে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান ।