পীরগঞ্জ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই শত পঞ্চাশ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বরিবার দুপুরে মাহ্বুব এবং কোম্পানী পরিবারের সহায়তায় গুড নেইবারস্ পীরগঞ্জ সিডিপি'র আয়োজনে অফিস হলরুমে এই সব কম্বল বিতরণ করা হয়।
এ সময় সৈয়দপুর ইউনিয়ন চেয়াম্যান বিবেকানন্দ রায় নিমাই, মাহ্বুব এবং কোম্পানী প্রতিনিধি তাজরিন আক্তার, আসিফ হাসান ও তাওসিন বিন সাফিক, গুডনেইবারস প্রধান কার্যালয়ের প্রতিনিধি টিম ম্যানাজার রতন বালা, গুড নেইবারস পীরগঞ্জ সিডিপি'র ম্যানাজার বিধান মন্ডল, পীরগঞ্জ সিডিপি’র প্রোগ্রাম ম্যানাজার শান্ত চিরান সহ গণ্যমান্যব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।