গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর)
বিকেল সাড়ে তিনটায় গঙ্গাচড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চাঁদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলু। এ সময় বাইরে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক উৎফুল্ল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী বলেন, মোকাররম হোসেন সুজন একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা।
তারা এই আসন বিএনপিকে বিজয় উপহার দিতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে গঙ্গাচড়া উপজেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।