বীরগঞ্জে পৌর বিএনপির নির্বাহী কমিটির আলোচনা সভা

2025-12-21 23:48:58

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে পৌর বিএনপির নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর–-১ (বীরগঞ্জ–-কাহারোল) নির্বাচনী আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ¦ মনজুরুল ইসলাম মনজু।

বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব গোলাম আযম কাজল, লিটন দত্ত, শমসের আলী, যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান বাবু, মোঃ আসাদুল্লাহ বাদশা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুলতান মাহমুদ মুকুল, পৌর যুবদলের আহবায়ক আরিফ মাসুম পল্লব, পৌর যুবদলের সদস্য সচিব আলহাজ্ব মোকারম হোসেন চৌধুরী পলাশ প্রমুখ। সভায় দলীয় সাংগঠনিক বিষয়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।