লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম- আংগুরপোতা এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ'র এক সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। রোববার সকালে ডাংগাপাড়া সীমান্ত থেকে বেদ প্রকাশ নামে ওই বিএসএফ'র সদস্যকে আটক করেন ৫১ বিজিবি আংগুরপোতা'র ক্যাম্পের টহল দল।
বিজিবি জানান, ওই সীমান্তে পিলার ডিএএমপি ১/৭-এস-র নিকট দিয়ে বেদ প্রকাশ নামে একজন বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে আনুমানিক ৫০-১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় উক্ত এলাকায় টহলরত আঙ্গরপোতা বিওপির একটি টহল দল তাকে আটক করে। আটককৃত বিএসএফ সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে গরু চোরাকারবারিদের পিছু নিয়ে আসার সময় কুয়াশার মধ্যে হারিয়ে গিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তীতে আটককৃত বিএসএফ সদস্যকে ব্যক্তিগত অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদিসহ আঙ্গরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে রাখা হয়। বেদ প্রকাশ ভারতীয় ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। পরে বিজিবি বিএসএফ-র সাথে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে দুঃখ প্রকাশ ও ভুল স্বীকার করতঃ অনুপ্রবেশকৃত বিএসএফ সদস্যের পরিচয় ও ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং আটককৃত বিএসএফ সদস্যকে তাদের নিকট ফেরত প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
রংপুর ৫১ বিজিব ‘র সেক্টর কমান্ডার লে: কর্ণেল সেলিম আল দীন জানান, বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৪ এবং আন্তর্জাতিক আইন যথাযথভাবে প্রক্রিয়া অনুসরণ করে উক্ত বিএসএফ সদস্যের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং আটক ভারতীয় বিএসএফ সদস্যকে ফেরত দেয়ার প্রস্তুতি চলছে।