দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে বিএসএফ সদস্য আটক

2025-12-22 00:27:18

পাটগ্রাম, (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর কনস্টেবল বেদ প্রকাশ নামে এক সদস্যকে গতকাল রবিবার (২১ ডিসেম্বর) ভোরবেলা  আটক করেছে আঙ্গরপোতা ক্যাম্পের ৫১ বিজিবির টহল দল।

জানা যায়,  বিজিবির হাতে আটক ওই বিএসএফ সদস্য  আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে দহগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর নিকট ডাঙ্গাপাড়া নামক স্থানে আটক করা হয়।

বিজিবি ও স্থানীয় সুত্রে জানা যায়, আঙ্গরপোতা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর নিকট ডাঙ্গাপাড়া নামক স্থানে  ১৭৪/অর্জুন  বিএসএফ ক্যাম্পের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ ভারত-বাংলাদেশ যৌথ  গরু পারাপারকারিদের ছেড়ে যাওয়া একটি গরুকে ধাওয়া করে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি টহল দল কর্তৃক তাকে আটক করে  আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।

আটককৃত বিএসএফ সদস্যের  নিকট থেকে ০১টি শর্টগান ও ২ রাউন্ড গুলি,০১ টি ওয়ারলেস সেট এবং একটি এন্ড্রয়েড ফোন পাওয়া যায়। বর্তমানে বিএসএফ সদস্য ওই ক্যাম্পে আটক রয়েছে।

দহগ্রাম ইউনিয়নের বাসিন্দা রেজানুর রহমান রেজা বলেন, দহগ্রাম ভারত বেষ্টিত হওয়ার কারণে বিএসএফ বরাবরে উস্কানীমূলক কর্মকান্ড করে থাকে। এর আগে ২০১৪ সালের দহগ্রাম সীমান্তের আলাদাভাবে নতুন চুক্তির দোহাই দিয়ে নোম্যান্সল্যান্ডে কাটাতারের বেড়া দিয়ে উস্কানীমূলকভাবে সেই বেড়ায় বড়বড় মদের বোতল ঝুলিয়ে রেখেছে এখনো ।

বিএসএফ আটকের কথা নিশ্চিত করে আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী বলেন, উভয় দেশের সেক্টর পর্যায়ে বৈঠক চলছে, বিএসএফ এটাকে অনিচ্ছাকৃত ভূল বলে দুঃখ প্রকাশ করেছে।  

৫১ -বিজিবি ব্যাটালিয়ন সেক্টর কমান্ডার লে.কর্নেল সেলিম আল দীন একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে,  বিএসএফ সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে গরু চোরাকারবারিদের পিছু নিয়ে আসার সময় কুয়াশার মধ্যে হারিয়ে গিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করে। পরবর্তীতে আটককৃত বিএসএফ সদস্যকে ব্যক্তিগত অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদিসহ আঙ্গরপোতা বিওপিতে বিজিবির হেফাজতে রাখা হয়।  বর্ণিত বিষয়ে প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে দুঃখ প্রকাশ ও ভুল স্বীকার করতঃ অনুপ্রবেশকৃত বিএসএফ সদস্যের পরিচয় ও ঘটনার সত্যতা নিশ্চিত করে এবং আটককৃত বিএসএফ সদস্যকে তাদের নিকট ফেরত প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

তিনি আরও জানান,  বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫ এবং আন্তর্জাতিক আইন যথাযথভাবে প্রক্রিয়া অনুসরণ করে উক্ত বিএসএফ সদস্যের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।