রংপুর-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করলেন মোহাম্মদ আলী

2025-12-22 02:25:30

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকারের মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিকাল তিনটায় টায় সহকারি উপজেলা প্রশাসন রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেনের  কাছ থেকে মোহাম্মদ আলী সরকারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীর ছোট ভাই মাহামুদ সরকার।

এসময় তাঁর সাথে ছিলেন সাবেক ভাইস ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, কালুপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক অধ্যাপক তাজকুর রহমান, রংপুর জেলা বিএনপির সদস্য সায়রা হাসান, সাইদুজ্জামান রিপন, শামসুল আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।