রাজারহাটে নৈশ প্রহরীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

2025-12-22 23:24:35

১২দিনেও আসামী গ্রেফতার হয়নি

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নৈশ প্রহরীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার করতে থানার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণ।

সোমবার(২২ডিসেম্বর) সকাল ১১টায় রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজারহাট থানার মুল ফটকে মানববন্ধন করেন। মানব বন্ধনে হত্যাকান্ডের শিকার তপন চন্দ্র সরকারের স্ত্রী ও ছেলেসহ উপজেলার সকল ধর্মের মানুষ অংশগ্রহন করে তপন চন্দ্র সরকারের হত্যার প্রতিবাদ করেন। এসময় বক্তব্য রাখেন হত্যাকান্ডের শিকার তপন চন্দ্র সরকারের স্ত্রী মোনা রানী সরকার, ছেলে মানিক সরকার, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসন, উপজেলা তাঁতী দলের আহবায়ক সাজেদুল ইসলাম সাজু,  রেল ও গণ উন্নয়ন কমিটির আরিফুর রহমান আরিফ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টন কল্যাণ ফ্রন্টের আহবায়ক সুশিল চন্দ্র সরকার,  উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন চন্দ্র রায়, যুগ্ম আহবায়ক প্রদীপ চন্দ্র রায় ও অধির চন্দ্র রায় প্রমূখ।

বক্তারা বলেন- ১২দিন অতিবাহিত হলেও পুলিশ  মেরিজ সিগারেট কোম্পানির নৈশ প্রহরী তপন চন্দ্র সরকারের হত্যাাকারিদের গ্রেফতার করতে পারেনি। অথচ আবুল খায়ের কোম্পানির মেরিজ সিগারেট এর রাজারহাট অফিসের কার্যক্রম এখনও চলমান রয়েছে। ৪৮ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে না পারলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে। এমনকি এসপি, ডিআইজ অফিসেও অবস্থান কর্মসূচী করা হবে। উল্লেখ্য, ১৩ডিসেম্বর গভীর রাতে দূর্বৃত্তরা তপন সরকারের মাথায় আঘাত করে হত্যা নিশ্চিত করে অফিসের লকারে রাখা ৩৪লাখ ২০হাজার টাকা নিয়ে সটকে পড়েছে। সেই সাথে সিসিটিভির সকল আলামত নষ্ট করে দূর্বৃত্তরা। বিষয়টি পুলিশ ও সিআইডি তদন্ত করছে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. আ. ওয়াদুদ বলেন- পুলিশ তপন হত্যাকারীদের গ্রেফতার করতে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকালীদের গ্রেফতার হলে মিডিয়ার সামনে নিয়ে আসা হবে।