কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
গতকাল সোমবার (২২শে ডিসেম্বর) বিকালে উপজেলা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ তনার সভাপতিত্বে বক্তব্য রাখেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী ৪ আসনের মনোনীত প্রার্থী আব্দুল গফুর সরকার, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন সহ প্রমুখ।
এসময় নীলফামারী ৪ আসনে দুই উপজেলার কিশোরগঞ্জ উপজেলা বরং বার বৈষম্যের স্বীকার হয় প্রশ্নে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, জনগণ আমাকে ভোটে নির্বাচিত করলে কিশোরগঞ্জ উপজেলাকে একটি আধুনিক শিক্ষা নগরী, মডেল উপজেলা ও ব্যবসায়ীক জোনে রূপান্তর করব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম ফজল কাদির, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক সি এস এম তপন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য একরামুল হক, সদস্য আব্দুস সামাদ,প্রেসক্লাবের সহ-সভাপতি ও নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি শাহজাহান সিরাজ, মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি বিপিএম জয়,খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মাফি মহিউদ্দিন, জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি সামসুজ্জামান সুমন,মর্নিং গ্লোরী পত্রিকার প্রতিনিধি লাতিফুল আজম, দৈনিক ডেসটিনি পত্রিকার প্রতিনিধি মোরছালিন, জনবানী পত্রিকার প্রতিনিধি রাশেদ নিজাম, সেন্ট্রাল নিউজ বিডি অনলাইন প্রতিনিধি শুভ, আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি আদর আলী সহ আরও অনেকে।