হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্কুল লেড কমিউনিটি রেজিলেন্স টু ডিজাষ্টার এন্ড ক্লাইমেট রিস্ক (এসএলসিআরডিসিআর) প্রকল্পের আয়োজনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক ও কারিগরি সহায়তায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান। আরও বক্তব্য রাখেন, চন্ডিপুর এটিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক রাজা, উজান বোচাগাড়ি দাখিল মাদ্রাসার সুপার মো. শফিকুল ইসলাম, শিক্ষার্থী জয়া দেবী, মনিরুল হক শিপু, এসএলসিআরডিসিআর প্রকল্পের টেকনিকেল অফিসার রুশেল মিস্ত্রী রতন, স্কুল ফ্যাসিলিটেটর মাসুদুর রহমান, রওশন আলম প্রমুখ। কর্মশালায় শিক্ষক, অভিভাবক, ডিআরআর চ্যাম্পিয়ন, কমিউনিটি লিডার, স্বেচ্ছাসেবীসহ ইউনিয়ন দুযোর্গ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় দুযোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন, করনীয়, বার্ষিক কর্মপরিকল্পনা এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে ডিআরআর চ্যাম্পিয়নদের অন্তভূক্ত করার বিষয়ে ব্যপক আলোচনা করা হয়।