কাউনিয়ায় কিশোরী ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

2025-12-25 18:49:22

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় ১৫ বছরের এক কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলায় ফরহাদ হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় থানা পুলিশ। গ্রেফতার ফরহাদ হোসেন উপজেলার সারাই ইউনিয়নের আরাজি বিরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এ বিষয়ে সোমবার দিবাগত রাত ১২ টার পর ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ফরহাদকে আসামি করে ধর্ষণ চেষ্টা ধারায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান।

মামলার বরাত দিয়ে থানা পুলিশ জানায়, আটক যুবক ও ভুক্তভোগী কিশোরী একই এলাকার বাসিন্দা। গত ২০ ডিসেম্বর শনিবার রাতে বাড়ীর বাহিরের দরজা বন্ধ করতে ওই কিশোরী গেলে তাকে বাঁশঝাড়ে জোর পূর্বক নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে ফরহাদ। এসময় মেয়েটি কৌশল করে বাড়িতে চলে আসে এবং পরদিন ঘটনার বিবরণ চাচীকে জানায় সে। সোমবার দুপুরে ওই কিশোরীর বাড়ির সামনে গিয়ে তাকে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ডাকতে থাকে ফরহাদ। এসময় কিশোরীর পরিবারের লোকজন টের পেয়ে ফরহাদ আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সদুত্তর দিতে পারেননি। পরে রাতে কিশোরী ও তার মা থানায় এসে এ ব্যাপারে মামলা দায়ের করেন।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অশোক চৌহান বলেন, আটক ফরহাদকে ধর্ষণ চেষ্টা ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবা দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে।