লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয় নাগরিক আটক

2025-12-25 18:43:55

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটের দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দুর্গাপুর বিওপি’র টহল দল তাকে আটক করে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ৯২৫/৫-এস হতে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর এলাকায় টহল দলের সদস্যরা ভারতীয় নাগরিক বিশ্বজিৎ কুমার দাস (২৫)-কে আটক করেন। তিনি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম অপু দাস। আটকের সময় তার কাছ থেকে বাংলাদেশি ৮২০ টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং একটি আধার কার্ডের ফটোকপি জব্দ করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে আদিতমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।