তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে ডালিয়া সেচ ক্যানেলের পাড় থেকে গলাকাটা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের সিংঙ্গিমারি দোলার ডালিয়া সেচ ক্যানেলের পাড় থেকে মরদেহটি উদ্ধার করেন। নিহত মোহাম্মদ জাবেদ আলী (৬০) নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষনপুর পীরপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানান, নিহত মোহাম্মদ জাবেদ আলী পাখি ও মাছ ধরে বাজারে বিক্রি করে পরিবার চালাতেন। মঙ্গলবার রাত প্রায় ১২ টার দিকে বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে আর বাড়িতে জায়নি। বুধবার সকাল ৯টার দিকে তারাগঞ্জ উপজেলার আলমপুরে ডালিয়া সেচ ক্যানেলে পাড়ে লাশ পড়ে থাকার কথা শুনে জাবেদ আলীকে শনাক্ত করেন তার পরিবারের লোকজন। তারাগঞ্জ থানার অফিসাস ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, গলাকেটে হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে।