নীলফামারীতে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ডায়ালগ অনুষ্ঠিত

2025-12-25 18:49:55

নীলফামারী প্রতিনিধি:

নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারী বেসরকারী অংশীদারিত্ব জোড়দারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী এই ডায়ালগ জেলা শহরের নতুন বাজারস্থ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ শিকদার।

বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রায়হান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের সহকারী প্রকল্প পরিচালক হামিদুর রহমান।

অন্যান্যের মধ্যে 

ইউএসএস’র সেফ গার্ডিং ফোকাল এন্ড জেন্ডার ডেভেলপমেন্ট অফিসার সালমা আক্তার বক্তব্য দেন।

ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিজ অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার শিরিন আকতার।

ব্র্যাকের জেন্ডার জাস্টিজ অ্যান্ড ডাইভারসিটি প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার শিরিন আকতার জানান, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।

পরিবার থেকে সোচ্চার হওয়া গেলে আমরা সহিংসতার বিরুদ্ধে জোড়ালো ভুমিকা রাখতে পারবো এই ম্যাসেস আমরা দিতে চাই। বিভিন্ন শ্রেণি পেশার ২৮জন এতে অংশ নেন।