দিনাজপুর-৪ আসনে মনোনয়ন না পেয়ে অনশনে জাতীয় পার্টির নেতা

2025-12-25 21:08:44

মোঃ বুলবুল ইসলাম,(খানসামা ও বীরগঞ্জ):

দিনাজপুর-৪ আসনে লাঙ্গলের মনোনয়ন না পেয়ে অনশনে জাতীয় পার্টির নেতা

জসিম উদ্দিন; খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:-লাঙ্গল প্রতীকের মনোনয়ন না পেয়ে দিনাজপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অনশনে বসেছেন দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও খানসামা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুল আলিম হাওলাদার।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে তিনি জেলা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করেন।

এ সময় তিনি দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

অনশনরত অবস্থায় মো. আব্দুল আলিম হাওলাদার বলেন,“খানসামা ও চিরিরবন্দর উপজেলার মোট ১৮টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সর্বসম্মতভাবে আমাকে সমর্থন দিয়েছেন। দীর্ঘদিন ধরে আমি দলের জন্য কাজ করেছি, সাংগঠনিকভাবে সক্রিয় থেকেছি। অথচ আমাকে বাদ দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার দলের নেতা-কর্মীদের সঙ্গে কোনো সুসম্পর্ক নেই এবং যোগ্যতাও প্রশ্নবিদ্ধ।”

এ বিষয়ে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব, জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আকুল আবেদন জানাচ্ছি—এই মনোনয়ন সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করা হোক। মাঠপর্যায়ের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত দলকে ক্ষতিগ্রস্ত করবে।”

অনশন প্রসঙ্গে তিনি দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন,“আমার অনশন চলমান আছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে। আমি এরশাদের আদর্শের পরীক্ষিত সৈনিক। অন্যায়ের কাছে মাথা নত করব না, আবার অন্যায় আপসও করব না।”

এদিকে জাতীয় পার্টির স্থানীয় পর্যায়ের একাধিক নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, মনোনয়ন নিয়ে তৃণমূল পর্যায়ে ক্ষোভ ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তারা মনে করেন, জনপ্রিয়তা ও সাংগঠনিক অবদান বিবেচনা না করে মনোনয়ন দেওয়ায় দলীয় ঐক্য প্রশ্নের মুখে পড়তে পারে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনশন কর্মসূচি চলমান ছিল। তবে এ বিষয়ে জাতীয় পার্টির জেলা বা কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।