২০০ পিস ট্যাপেন্টাডেলসহ মাদক কারবারি ও দুই অনলাইন জুয়াড়ি গ্রেফতার

2025-12-25 21:06:54

নীলফামারীতে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে ফার্মেসির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডেল ট্যাবলেট। পৃথক অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত আরও দুই যুবককে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

গতকাল বুধবার (২৪ই ডিসেম্বর) বিকেলে পরিচালিত অভিযানের পর বৃহস্পতিবার গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মাদক কারবারি হলেন কিশোরগঞ্জ বাজার এলাকার ‘নিরাপদ ফার্মেসি’র সেলসম্যান ও কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব মন্ডলটারী গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে মো. পেয়ারুল ইসলাম (২৩)।

এ ছাড়া অনলাইন জুয়াড়ি হিসেবে আটক দুজন হলেন—পানিয়াল পুকুর তেলীপাড়া এলাকার মৃত কাসেম আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (২০) এবং মো. বাদশা মিয়ার ছেলে মো. মিজানুল ইসলাম (১৯)।

থানা ও ডিএনসি সূত্র জানায়, মো. পেয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ফার্মেসির আড়ালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ বাজারের ফুড ভিলেজ হোটেলের সামনে বিশেষ অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত ফুলপ্যান্টের পকেট থেকে ২০০ পিস ট্যাপেন্টাডেল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর সাকিব সরকার জানান, ফার্মেসির আড়ালে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নেশাজাতীয় ট্যাপেন্টাডেল ট্যাবলেটসহ আটক করা হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।