অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পারাপারের সময় বিরল সীমান্তে বিজিবি’র হাতে ০৭ বাংলাদেশী নাগরিক আটক

2025-12-28 03:41:24

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩১/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন খোপড়াগ্রাম নামক সীমান্তবর্তী এলাকা থেকে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে পারাপারের সময় বিজিবি টহলদল শনিবার বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে ০৭ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে।

আটককৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার জামুন মশালডাঙ্গি গ্রামের মোঃ সাইফুদ্দিনের ছেলে মোঃ আলম (২৫), পাঁচঘড়িয়া পিপলডাঙ্গীর মোস্তফা’র ছেলে মোঃ মুনির আলী (২৪), একই গ্রামের আতাউর রহমানের ছেলে মকলেস (২১), ভেটনা গ্রামের রফিজ উদ্দিনের ছেলে মোঃ ওয়াসিম (২০), বনগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে মোঃ নুর আলী (২০), কলেজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ জুবায়ের হোসেন (১৯) ও জামুন মশালডাঙ্গী গ্রামের লিয়াকত আলী’র ছেলে মোঃ হাবিবুর রহমান।

আটককৃতদের বাংলাদেশী নাগরিকত্ব যাচাই করতঃ তাদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা কাজের সন্ধানে সাত মাস পূর্বে বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে গমন করেছিল।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে বিজিবি নিরবিচ্ছিন্নভাবে অভিযান কার্যক্রম চালিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে। সীমান্তে মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তথ্য প্রদান করে সহায়তা প্রদান করার জন্য বিজিবি কর্তৃপক্ষ কর্তৃক সকলকে অনুরোধ করা হলো।