পীরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

2025-12-30 21:22:33

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার বিকালে বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশনের অধীনে ৭২ পদাতিক ব্রিগেড এবং ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (মেক) এর ব্যবস্থাপনায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলাধীন কছিমন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ৭২ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার এবং পীরগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার। এই কর্মসূচির আওতায় প্রায় ২৫০ জন শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে জানান, তীব্র শীতে সেনাবাহিনীর এই মানবিক সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।