খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
"বাংলাদেশ সরকারের তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী,গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, আপোসহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দিনাজপুরের খানসামা মডেল প্রেসক্লাব।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে খানসামা মডেল প্রেসক্লাব তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন এবং দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
মঙ্গলবার দুপুরে খানসামা মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক জসিম উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করা হয়।
খানসামা মডেল প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বলেন, "দেশ ও জাতির জন্য বেগম খালেদা জিয়ার অবদান ভাষায় প্রকাশ করার মতো নয়। তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক, সাহসী নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর প্রস্থান শুধু একটি রাজনৈতিক দলের নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।"
তাঁরা আরও বলেন, খানসামা মডেল প্রেসক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা জানাচ্ছি তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও দেশের তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপসহীন এই নেত্রী দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে দেশের জনপ্রিয় এই নেত্রীর বয়স হয়েছিল ৮০ বছর।