নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুরে ‘বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রুপান্তর’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের আয়োজনে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নগরীর একটি হোটেল মিলনায়তনে সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন, রংপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী, বিএনপি প্রার্থীর প্রতিনিধি ডক্টর রোকনুজ্জামান, জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, সাধারণ সম্পাদক নাসিমা আমিন, সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ অন্যরা।
সভায় প্রার্থীরা ন্যায় বিচার, ঐক্য ও সংহতি, বৈষম্যহীনতা, সুশাসন, নিরাপদ ডিজিটাল স্পেস তৈরিসহ দেশকে এগিয়ে নিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় বক্তারা বলেন, বিগত সময়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়ায় সরকার স্বৈরাচার হয়ে উঠেছিল। বিচার বিভাগ রাজনৈতিক বলয়ে থাকায় সাধারণ মানুষসহ সরকারের বিপক্ষে কথা বলা মানুষেরা ন্যায় বিচার পায়নি। তাই আগামীতে যারা সরকারে থাকবে তাদের মাধ্যমে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু আগামীর বাংলাদেশ গড়তে হলে ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে। যে বৈষম্য দূর করতে চব্বিশের অভ্যূত্থানে এতগুলো প্রাণ ঝরে গেলো তা প্রতিষ্ঠা করতে সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের শপথ নিতে হবে। সেই সাথে প্রার্থীদের গঠনমূলক সমালোচনাসহ সহিংসতার পথ পরিহার করে একটি সুন্দর-শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করতে হবে।