নীলফামারী প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী ৪ আসনের গনফ্রন্ট মনোনীত প্রার্থী আবির হোসেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন গণফ্রন্ট মনোনীত নীলফামারী-৪ আসনের প্রার্থী আবির হোসেন।
সংবাদ সম্মেলনে গণফ্রন্ট প্রার্থী আবির হোসেন বলেন, আমাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসন (কিশোরগঞ্জ–সৈয়দপুর) থেকে গণফ্রন্ট থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তিনি মনোনয়নপত্র দাখিলের জন্য নির্ধারিত দিনে সশরীরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। তবে সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ের মাত্র দশ মিনিট পরে মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।
অভিযোগ করে তিনি বলেন, অথচ বিএনপির মনোনীত প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আইন বহির্ভূতভাবে মনোনয়নপত্রের ফটোকপি জমা দিলেও তা গ্রহণ করা হয়েছে, যা স্পষ্ট বৈষম্যের উদাহরণ।
তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশে বৈষম্যের কোনো সুযোগ থাকার কথা নয়। সেখানে বিএনপির প্রার্থী ফটোকপি জমা দিয়ে প্রার্থী হতে পারলেও আমাদের সামান্য দেরি কোনোভাবেই বিবেচনায় নেওয়া হয়নি। এ বিষয়ে সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত কামনা করছি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানজিয়া আঞ্জুম সোহানিয়া বলেন, গনফ্রন্টের প্রার্থী গতকাল আমার অফিসে এসেছিল, এখানে এসে তিনি একদিন পর মনোনয়ন জমা দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তবে সময়ের বাহিরে কারো মনোনয়ন জমা নেওয়ার সুযোগ নেই। তাছাড়া তিনি সব কাগজপত্র দিতে পারেননি।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি।