তারাগঞ্জ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াত

2025-12-31 01:51:47

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপজেলা বিএনপির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বিএনপির চৌপথীস্থ কার্যালয়ে মরহুমার বিদেহী আত্নার মাগফিরাত কামনায় কোরআন শরিফ তেলাওয়াতের ব্যবস্থা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে রংপুরের তারাগঞ্জ উপজেলার নেতাকর্মিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে শোক ও সমবেদনার আবহ সৃষ্টি দেখা যায়। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মেহেদী হাসান শিপু, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক অ্যাডভোকেট মাখদুম আলম, সাবেক ছাত্রনেতা রাশেদুল খাঁন বাবুসহ বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কমিরা।