পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ
রংপুর জেলার তারাগঞ্জ থানার নতুন চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সম্মানিত রংপুর রেঞ্জ ডিআইজি। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে থানার একটি চৌকষ দল রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। পরে তারাগঞ্জ থানার নতুন চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সম্মানিত রংপুর রেঞ্জ ডিআইজি জনাব আমিনুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব ড.আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া, পুলিশ সুপার (ইনটেলিজেন্স), অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত , রেঞ্জ ডিআইজি অফিস রংপুর, , রংপুর পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন, জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রংপুর, জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) রংপুর, তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ সকল অফিসার ও ফোর্স।