ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান গাঁজা জব্দ

2025-12-31 23:52:42

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় গাঁজা জব্দ করেছে বিাজিবি। জব্দকৃত গাঁজার পরিমান ১৫ কেজি ৫০০ গ্রাম। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে,ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অনন্তপুরের হাজিটারি সীমান্ত এলাকায় অভিযানের সময় এক সন্দেহ ভাজন লোককে সীমান্ত থেকে আসার সময় ধাওয়া দিলে তিনি গাঁজার পোটলা ফেলে ভারতের দিকে পালিয়ে যান। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে ভারতীয় গাঁজা ১৫ কেজি ৫০০ গ্রাম ওজনের তিনটি গাঁজার পটলা জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য ৫৪ হাজার ৯৫০/-টাকা হয়েছে বলে জানায় বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।