কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলা হারাগাছ পৌর শহরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা আড়াইটায় পৌর শহরের হারাগাছ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ও কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে হারাগাছ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক শাহীন, বিএনপি নেতা আব্দুল হালিম সুরুজ, পৌর যুবদলের আসাদ, মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের আতিমুজ্জামান তুষার, আশিকুর রহমান চৌধুরী, নুর আলম, ছাত্রদলের মেহেদী ফয়সাল ফরিদ, মোস্তাকিন রহমান কিরন, সুরুজ, নাজমুল, মোক্তার, তাঁতীদলের আখের মামুদ মিলন সহ পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এবং নানা পেশার মানুষেরা অংশ নেয়।
জানাজা নামাজ পড়ান ওলামা দলের সদস্য মাওলানা নাজির হোসেন। জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।