হিলিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা ও দোয়া অনুষ্ঠিত

2025-12-31 23:05:09

 

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধবার বিকেল পৌনে ৩টায় বোয়ালদাড় স্কুল মাঠে এই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। বোয়ালদারের মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম এই জানাযার নামাজ পড়ান। পরে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।