তারাগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

2026-01-01 02:59:28

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তিন বারের সাবে সফল প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে বাদ আসর স্থানীয় তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজার আয়োজন করা হয়। জানাজায় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংঠনের নেতাকর্মি, বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজনের উপস্থিতিতে পুরো মাঠ এলাকা শোকাবহ পরিবেশে পরিণত হয়। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।