পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত দহগ্রাম-আঙ্গরপোতার দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার (১০জানুয়ারী) ৫ শতাধিক ছিন্নমূল, হত-দরিদ্র ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষের সহাতার লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ করা হয়েছে।
বিজিবি ৫১ ব্যাটালিয়ন রংপুর সুত্রে জানাযায় দীর্ঘদিন ধরে অবহেলিত জনগোষ্ঠীর ও ভারত বেষ্টিত দহগ্রাম ইউনিয়নের মানুষের মাঝে ফ্রী মেডিকেল সেবা পেয়েছে কয়েক শতাধিক রোগী।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির উত্তর পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার, বিগ্রেডিয়ার জেনারেল জনাব এ এস এম নাছের, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল জনাব এস এম শফিকুর রহমান, রংপুর বিজিবি (৫১ ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল জনাব সেলিম আল দীন সহ ক্যাম্প কমান্ডারগণ। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ইফতেখার আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সবুজ।