কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত।মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক।শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে মানুষজন। দুপুর ১২ টার পর সূর্যের তেজ বাড়লে তবে স্বস্তি বোধ করে সাধারণ মানুষ।
শনিবার (১০ জানুয়ারী ) সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছেন বলে জানান, রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার। গত কয়েক দিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলছে দুপুরের পর। স্বল্প সময়ে সূর্যের দেখা মিললেও তেজ নেই বললেই চলে। দিনের অধিকাংশ সময় সূর্য্য মেঘে ঢাকা থাকছে।
তবে কুয়াশা ও শীতের তীব্রতার সাথে পাল্লা দিয়ে উওরীয় হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো।
সেইসাথে শীত জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালেগুলোতে চিকিৎসা সেবা গ্রহণকারী রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে ।এরমধ্যে শিশু, নারী ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।