রংপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় র‌্যাবের হাতে একজন গ্রেফতার

2026-01-14 02:39:53

নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে র‌্যাবের হাতে পলাতক আসামি আরিফুল ইসলাম (২০)গ্রেফতার হয়েছে। ঘটনার পর থেকে সে পালিয়ে আত্মগোপনে থাকায় তাকে সোমবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে মিঠাপুকুর থানায় দায়েরকৃত মামলার সূত্রে জানা গেছে, ভিকটিম ও আরিফুল ইসলাম উভয়েই পূর্ব পরিচিত। ঘটনার দিন গত বছরের ২৭ ডিসেম্বর অভিযুক্ত আরিফুল প্রেমের প্রস্তাব দিয়ে ভিকটিমকে তার বাড়িতে নিয়ে আসে এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।

পরে ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আরিফুল আত্মগোপনে ছিলো। এ নিয়ে মিঠাপুকুর থানার মামলার সূত্র ধরে র‌্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি’২৬ সন্ধ্যায় তাকে ঢাকার মোহাম্মদপুরর, কাফরুল থানা এলাকার শহীদ স্মৃতি স্কুল এন্ড কলেজের সামনে থেকে আরিফুল ইসলামকে পরিচালনা করে এজাহারনামীয় প্রধান আসামী রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন খোর্দ্দ নারায়নপুর এলাকার মনছুর আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২০) কে গ্রেফতার করে। পরে তাকে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়ার জন্য মঙ্গলবার মিঠাপুকুর থানায় হস্থান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৩ সূত্র জানায়।