মাহিগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি শাখায় রেমিটেন্স যোদ্ধাদের সংবর্ধনা

2026-01-14 03:05:29

নিজস্ব প্রতিবেদক:

সোনালী ব্যাংক পিএলসি রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রধান নির্বাহী জেনারেল ম্যানেজার মোঃ আমিনুল ইসলাম বলেছেন, সোনালী ব্যাংকের অনেক অতিত ঐতিহ্য রয়েছে বাংলাদেশে। বর্তমান প্রেক্ষাপটে চাহিদা অনুযায়ী গ্রাহক সেবা সহ বিভিন্ন সুযোগ সুবিধা গ্রাহকদের দিয়ে থাকেন। গ্রাহকদের আস্থাই আমাদের কর্মপ্রেরনা। যারা কষ্ট করে কর্মের জন্য বিদেশে গিয়ে ফরেন রেমিটেন্স পাঠান তারাই আমাদের অর্থনৈতিক যোদ্ধা। সঠিকভাবে বিদেশে যেতে হবে, কোন দালালের মাধ্যমে নয়। বৈধভাবে বিদেশে গিয়ে অর্থ উপার্জন করে ঐতিহ্যবাহী সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে রেমিটেন্স পাঠানোর জন্য আহবান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে মাহিগঞ্জ সোনালী ব্যাংক পিএলসি শাখা আয়োজিত রেমিটেন্স যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, জীবনে পরিশ্রম করলে তার সুফল ভোগ করা যায়। সোনালী ব্যাংক পিএলসি শাখা এদেশের মানুষের পাশে আছে ভবিষ্যতেও থাকবে। আমরা জনগনকে সেবা দেওয়ার অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার নাসিমাতুল জান্নাত, এসিসটেন্ট জেনারেল ম্যানেজার হাছান শহীদ মুঃ, গোলাম সরওয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ আজিজুল্লাহ এলাকার সুধীজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন, সোনালী ব্যাংক মাহিগঞ্জ শাখার ক্যাশিয়ার মোঃ আনোয়ার হোসেন, পবিত্র গীতা পাঠ করেন সিনিয়র অফিসার তপন কুমার বর্মন। সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় কর্তৃক নির্বাচিত দেশসেরা রেমিটেন্স যোদ্ধা মোছাঃ মাহাবুবা জেসমিনকে একটি আধুনিক ৪৩ ইঞ্চি কালার টেলিভিশন প্রদান করা হয়। এছাড়াও ৯ জন রেমিটেন্স যোদ্ধাকেও পুরুষ্কৃত করা হয়। বক্তারা সোনালী ব্যাংককে গ্রাহক সেবা দ্রুত সময়ে সেবাদানের আহবান জানান।