আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিরল উপজেলা বিএনপি’র আয়োজনে দলের কার্যালয়ে উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ-৭, দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোননীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এসময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক ও বিরল মহিলা কলেজ এর সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান (যুগান্তর), সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (ভোরের দর্পণ), সাবেক সভাপতি মোজাম্মেল হক শামু (খোলা কাগজ), সহ সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম (জবাবদিহি), দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহির (আলোকিত দিনাজপুর), সাবেক কোষাধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী (আজকের দেশবার্তা), নির্বাহী সদস্য দিপঙ্কর রায় (মানবকন্ঠ), মুসলিম হক (বাংলার দূত), সদস্য সেলিম রেজা (জনতার খবর), মুরসালিন হোসেন (মাতৃছায়া), লুৎফর রহামান (ঘোষণা), এ বি মাসুম (আমার বাংলা), আবুল কালাম আজাদ (ভোরের চেতনা), মহবুর রহমান (দিনাজপুর এক্সপ্রেস), আল মামুনুর রশিদ (ঢাকাপোস্ট) প্রমূখ এর বিভিন্ন প্রশ্নের সদুত্তের প্রদান করেন বিএনপি মনোননীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। মতবিনিময়ে ১২ ফেব্রুয়ারি ২০২৬ জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনে পরষ্পর সহযোগিতার আশ্বাস ব্যাক্ত করা হয়।