পণ্ডিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আলী রিয়াজ আমাদের লক্ষ্য একমাত্র হওয়া দরকার জ্ঞান

2026-01-17 20:16:40

চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:

একবিংশ শতাব্দীকে অনেকেই প্রযুক্তির শতাব্দী বলে উল্লেখ করেন। তবে এটি মূলত জ্ঞানের শতাব্দী-এমন মন্তব্য করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন,‘আমাদের লক্ষ্য একমাত্র হওয়া দরকার জ্ঞান। জ্ঞান ছাড়া প্রযুক্তির উন্নয়ন সম্ভব নয়। প্রযুক্তিতে এগোতে হলেও আগে জ্ঞান অর্জন করতে হবে।’

কুড়িগ্রামের চিলমারীতে তিন দিনব্যাপী ৮ম পণ্ডিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফিতা কেটে তিনি বইমেলার উদ্বোধন করেন।

উদ্বোধনকালে পাঠকদের উদ্দেশ্যে অধ্যাপক আলী রিয়াজ বলেন,‘তোমরাই এ জাতির ভবিষ্যৎ। সময় নষ্ট না করে বই পড়তে হবে। যারা বইমেলার আয়োজন করেন, তাদের কাছ থেকে শিখতে হবে এবং সহযোগিতা নিতে হবে। বইমেলাকে সফল করার মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের কাছে বই ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরতে হবে।’

পণ্ডিত সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, ইতিহাস গবেষক আবু হেনা মুস্তফা, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার প্রকাশক এরশাদুল করিম রাজু, প্রধান শিক্ষক তৈয়ব আলী প্রমূখ।

পণ্ডিত বইমেলা উদযাপন পর্ষদের আয়োজনে তিন দিনব্যাপী এ বইমেলায় বিভিন্ন প্রকাশনীর স্টলের পাশাপাশি আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে। বইমেলা চলবে আগামী ১৯ জানুয়ারি (সোমবার) পর্যন্ত।