নিজস্ব প্রতিবেদক:
রংপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর সকল আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, ফৌজদারী মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজিব। সভাপতিত্ব করেন মোঃ এরশাদ আলী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, রংপুর। এছাড়া রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন কনফারেন্সে যোগদান করেন।
কনফারেন্সে বক্তারা বলেন- পুলিশসহ অংশীদারী সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটগণের সেতুবন্ধন সৃষ্টি করে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করতে হবে। বিচার বিভাগের সকল অংশীদারদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।